১১ মে এআইডিওয়াইও নদিয়া (উত্তর) সাংগঠনিক জেলা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল পলাশি দক্ষিণপাড়া হলে। সম্মেলন উদ্বোধন করেন এস ইউ সি আই (সি) নদিয়া (উত্তর) সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড মহিউদ্দীন মান্নান। বক্তব্য রাখেন এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি ও রাজ্য কোষাধ্যক্ষ কমরেড সঞ্জয় বিশ্বাস। কমরেড আনারুল হককে সভাপতি, কমরেড সেলিম মল্লিককে সম্পাদক ও কমরেড সাকিল সেখকে কোষাধ্যক্ষ করে ২৮ জনের জেলা কমিটি ও ২০ জনের জেলা কাউন্সিল গঠিত হয়। সম্মেলনে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই সাম্প্রদায়িক বিদ্বেষ-বিভাজনের রাজনীতি বন্ধ করা, সমস্ত বেকার যুবকদের কাজ দেওয়া ও কাজ না দেওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা দেওয়া, মোবাইল রিচার্জের বর্ধিত মাশুল প্রত্যাহার, মদ, জুয়া, সাট্টা, অপসংস্কৃতি রোধ করে নারীর সম্ভ্রম রক্ষা করা, বাতিল হওয়া ২৬ হাজার যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়া, কাশ্মীরের পহেলগাঁও সহ যে কোনও সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি ওঠে।
সম্মেলনে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে যুবজীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের দাবি নিয়ে পলাশি বাজারে সুসজ্জিত বিক্ষোভ মিছিল হয়।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪০ সংখ্যা ১৬ – ২২ মে ২০২৫ এ প্রকাশিত