বিজ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রক্ষার অঙ্গীকার নিয়ে ১৪ এপ্রিল সারা পৃথিবী জুডে বিজ্ঞানীদের ডাকে অনুষ্ঠিত হল ‘মার্চ ফর সায়েন্স’৷ ভারতবর্ষের দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু সহ ৪০টিরও বেশি শহরের সাথে কলকাতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পা মেলালেন প্রায় চার হাজার বিজ্ঞানী–অধ্যাপক–শিক্ষক-গবেষক-বিজ্ঞানপ্রেমি মানুষ৷ ওই দিন বেলা ৩ টায় প্রবল দাবদাহ উপেক্ষা করে আইএসআই, আইআইএসই আর (কলকাতা), সাহা ইন্সটিটিউট, বোস ইন্সটিটিউট, কালটিভেশন অফ সায়েন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ শহরের ও আশেপাশের বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে মৌলালির রামলীলা পার্কে সমবেত হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত সুসজ্জিত পদযাত্রায় সামিল হয়েছিলেন তাঁরা৷ ‘জিডিপির ১০ শতাংশ শিক্ষাখাতে, ৩ শতাংশ মৌলিক গবেষণায় দিতে হবে’, ‘অবৈজ্ঞানিক ধ্যানধারণা প্রসার ও ইতিহাস বিকৃতির বিপজ্জনক প্রবণতা বন্ধ কর’, ‘বিজ্ঞানের সাথে ধর্মীয় চিন্তা মেশানো চলবে না’– এমন নানা দাবি লেখা প্ল্যাকার্ড হাতে পা মেলানো অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পডার মতো৷ পতাকা নাডিয়ে কর্মসূচি সূচনা করেন খ্যাতনামা কণা পদার্থ বিজ্ঞানী অধ্যাপক নবকুমার মণ্ডল৷
প্রসঙ্গত, পৃথিবীজুডে বিপন্ন পরিবেশ–মানব সভ্যতা৷ দেশে দেশে আক্রান্ত বিজ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি৷ ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে একই প্রতিচ্ছবি৷অন্ধতা, গোঁডামি, কূপমণ্ডুকতার ব্যাপক প্রচার চলছে৷ সামাজিক–অর্থনৈতিক নিষ্পেষণের বিরুদ্ধে সোচ্চার বহু স্বাধীন চিন্তাবিদগণও ক্রমাগত আক্রমণের শিকার৷ উচ্চশিক্ষায়, মৌলিক গবেষণায় সরকারি অর্থবরাদ্দ ক্রমশ কমছে৷ বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিকমহল থেকে অবৈজ্ঞানিক চিন্তা প্রসার চলছে ধারাবাহিকভাবে৷ বিশ্বব্যাপী এই ঘটনায় উদ্বিগ্ন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷ এরই পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের বিজ্ঞানী মহল বিজ্ঞানের মহান বার্তাকে উর্দ্ধে তুলে ধরতে এবং বৈজ্ঞানিক চিন্তাধারার উপর আক্রমণকে প্রতিহত করতে ১৪ এপ্রিল ২০১৮ ‘মার্চ ফর সায়েন্স’–এর ডাক দিয়েছিলেন৷
পদযাত্রার উদ্যোক্তা ‘মার্চ ফর সায়েন্স কলকাতা অরগানাইজিং কমিটি’র আহ্বায়ক অধ্যাপক নীলেশ মাইতি বলেন, কলকাতা সহ সারা দেশ জুডে প্রায় ১৫০০০ মানুষ একই দাবিতে এই আন্তর্জাতিক প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন৷ কমিটির চেয়ারম্যান আধ্যাপক অমিতাভ দত্তের অভিমত, বিজ্ঞানের উপর এই আক্রমণ সভ্যতার সংকট ডেকে আনবে৷ শৈশব থেকে বৈজ্ঞানিক মনোবৃত্তি গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে সঠিক নীতি চাই৷ তা বহুক্ষেত্রে লঙিঘত হচ্ছে৷ তাই এই ‘মার্চ’এর দাবি শুধু বিজ্ঞানের জন্য নয়, সভ্যতাকে বাঁচাতেও৷ উপস্থিত ছিলেন আইআইএসই আর–এর বিজ্ঞানী অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী, সাহা ইন্সটিটিউটের অধ্যাপক পলাশবরণ পাল প্রমুখ৷ মিছিলের শেষে তাঁরা রাজ্যপালকে স্মারকলিপি দেন৷
(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)