
ভারতের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এসইউসিআই (কমিউনিস্ট)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস ছিল ২৪ এপ্রিল। ওই দিন দেশের অধিকাংশ রাজ্যেই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দল গড়ে ওঠার সংগ্রামকে স্মরণ করেন হাজার হাজার মানুষ। সভা-সমাবেশ, রক্তপতাকা উত্তোলন, মহান নেতা কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদযাপন ছাড়াও এই দিনটিকে সামনে রেখে মাসাধিক কাল ধরে যথার্থ কমিউনিস্ট দল গড়ে তোলার সংগ্রামের নানা দিক নিয়ে দলের কর্মী-সমর্থক দরদিরা চর্চা করেন। নানা গণআন্দোলনে অংশ নেওয়ার মধ্যেই এই চর্চা তাঁরা চালিয়ে গেছেন। পথসভা, হাটসভা, দেওয়াল লিখন, আঞ্চলিক স্তরে উদ্ধৃতি প্রদর্শনী, আঞ্চলিক স্তরে দলের সমর্থক-দরদি ছাড়াও সাধারণ মানুষকে যুক্ত করে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে সারা দেশেই নিবিড় প্রচার কর্মসূচি চলে। ওই দিন বেশ কিছু রাজ্য-রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠা দিবসের বৃহৎ সমাবেশ ছাড়াও পরবর্তী দিনগুলিতেও নানা শহরে সভা হয়। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ তাতে বক্তব্য রাখেন।

গুজরাটঃ গুজরাটের রাজধানী আমেদাবাদে ২৪ এপ্রিল জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড সত্যবান। তিনি কাশ্মীরের পহেলগামে সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদীদের হামলা কাপুরুষোচিত আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা করেন। ভারতে ফ্যাসিবাদের স্বরূপ কী তা নিয়ে তিনি বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরেন। এসইউসিআই(কমিউনিস্ট) গড়ে তোলার পথে কমরেড শিবদাস ঘোষের অনন্য সংগ্রামের কথা তুলে ধরে তিনি উপস্থিত সকলের কাছে আবেদন জানান, পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের প্রয়োজনে এসইউসিআই(কমিউনিস্ট) দলকে শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করুন। এটাই আজ সমাজের প্রয়োজন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ, সভাপতিত্ব করেন দলের রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী যোশী।

দিল্লিঃ ২৪ এপ্রিল এসইউসিআই(সি)-র ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লির রাজেন্দ্র ভবন সভাঘরে জনসভা অনুষ্ঠিত হয়। কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও নিরপরাধ জনসাধারণকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির প্রস্তাব পাঠ করেন সভার সভাপতি কমরেড প্রাণ শর্মা। আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিহার রাজ্য কমিটির সম্পাদক কমরেড অরুণ সিং।

ঝাড়খণ্ডঃ রাঁচির এসডিসি সভাঘরে প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সভা হয়। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য।

কর্ণাটকঃ ব্যাঙ্গালোরের গান্ধী ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাশগুপ্ত।

ত্রিপুরাঃ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭ এপ্রিল আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস।

বিহারঃ পাটনার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত সভার প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য কমরেড স্বপন ঘোষ।
রাজস্থানঃ জয়পুরের লুনিয়াবাসে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসভা হয়। প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য কমরেড রবীন সমাজপতি।