কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস আক্রমণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে, হত্যাকাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং একে কেন্দ্র করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে যে ভাবে ধর্মীয় বিদ্বেষ তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার দাবিতে ২৯ এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্যের সর্বত্র প্রতিবাদ মিছিলের ডাক দেয়।
এ দিন কলকাতায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে সহস্রাধিক মানুষের মিছিল শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়। নেতৃত্বে ছিলেন দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এবং রাজ্য নেতৃবৃন্দ। দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড সহ সুসজ্জিত এই মিছিলে দলের কর্মী-সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চণ্ডীদাস ভট্টাচার্য। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন তিনি। বিজেপি-আরএসএস যে ভাবে জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলিকে ঢাকতে মুসলিম মাত্রই সন্ত্রাসবাদী এই প্রচার তুলে হিন্দু ভোটব্যাঙ্ককে মজবুত করতে নেমেছে, তিনি তার তীব্র নিন্দা করেন।
তিনি দেশের মানুষের কাছে আবেদন জানান, কোনও প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষের ঐক্য-সংহতি বজায় রাখুন। একই ভাবে রাজ্যের বিভিন্ন জেলা সদরগুলিতেও আজ এই দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।