Breaking News

‘তুমি শুধু প্রাণ বাঁচাওনি বাঁচিয়েছো আমাদের পুরো পৃথিবী’

নজাকাত ভাই,

আজও সেই ঘটনার পাঁচ মিনিট আগের ভিডিওটা আমার মনে গেঁথে আছে। যখন তুমি আমার ছেলের সাথে খেলছিলে, সবকিছু স্বাভাবিক ছিল। আর তারপরই হঠাৎ সেই হামলা। গুলির আওয়াজ, চিৎকার। সেই ভয়াবহ দৃশ্যের মাঝে শুধু একটা জিনিসই স্থির ছিল– তোমার সাহস।

তুমি আমার ছেলেকে বুকে আগলে রেখেছিলে, আমার স্বামী, পূজা বৌদি আর তাদের ছেলেকে সামলেছিলে আর আমাদের বের করে এনেছিলে মৃত্যুর ছায়া থেকে। তোমার চোখে ভয় ছিল না, ছিল শুধু ইনসানিয়ত। সেদিন তুমি আমাদের জন্য ঈশ্বরের হয়ে এসেছিলে। তুমি শুধু প্রাণ বাঁচাওনি, বাঁচিয়েছো আমাদের পুরো পৃথিবী। আমি এই ঋণ সারা জীবনেও ভুলতে পারব না। তোমার জন্যে সর্বদা আমাদের শুভকামনা থাকবে। তোমার কাছে চিরকৃতজ্ঞ একজন মা, একজন স্ত্রী, একজন বোন।

এই চিঠিটি সমাজমাধ্যমে লিখেছেন ছত্তিশগড়ের চিরিমিরি এলাকার বিজেপি কাউন্সিলর পূর্বা স্থাপক। ঘটনার দিন তাঁদের গাইড কাশ্মীরী যুবক নজাকাত বুকে আগলে তাঁর শিশুপুত্র সহ সকলকে রক্ষা করেন।