বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের একটি মূল্যবান আলোচনা ‘লেনিনের কয়েকটি মূল্যবান শিক্ষা, সংশোধনবাদের বিপদ ও ভারতের বর্তমান পরিস্থিতি’ বইটির উপর নানা প্রশ্নের ভিত্তিতে ১৩ এপ্রিল দার্জিলিং জেলায় রাজনৈতিক ক্লাস হয়। ক্লাস পরিচালনা করেন দলের পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল ও রাজ্য কমিটির সদস্য দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কমরেড গৌতম ভট্টাচার্য।