এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ এপ্রিল এক বিবৃতিতে বলেন,
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দুর্নীতি দূর করার নামে আদতে ঘুরপথে ওয়াকফের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য যে ভাবে ওয়াকফ আইন সংশোধন করেছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। হিন্দুদের মন্দির পরিচালন কমিটি এবং ট্রাস্টিগুলোতে অহিন্দুদের অন্তর্ভুক্ত করার নীতি বিজেপি সরকার গ্রহণ করবে?
উগ্র হিন্দুত্ববাদ ও ধর্মীয় বিভাজন উসকে দিয়ে, সংখ্যালঘু জনগণকে সন্ত্রস্ত করা ও সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করার জঘন্য ষড়যন্ত্র করেই এই সংশোধনী আনা হয়েছে। পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন এবং নিপীড়িত মানুষের শ্রেণি সংগ্রামকে দুর্বল করে জনসাধারণের নজরকে জীবনের জ্বলন্ত সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার মতলবেই তা করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে মনে করি, কোনও ধর্মীয় সংগঠনের স্বাধিকারে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।
আমরা দেশের জনগণকে আহ্বান করছি এই আদ্যন্ত সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন এবং বিজেপি সরকারকে বাধ্য করুন অবিলম্বে আইনটি বাতিল করতে।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত