Breaking News

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফি রদের দাবি ছত্তিশগড়ে

ছত্তিশগড়ের বিজেপি সরকারের মদতে রায়পুরের পণ্ডিত রবিশঙ্কর শুক্ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্মের দাম ৭০০ টাকা ধার্য করেছে। এতদিন ওই ভর্তি পরীক্ষায় কোনও ফি লাগত না।

ছত্তিশগড়ের মতো একটি দারিদ্র পীড়িত রাজ্যে এইভাবে ফি বৃদ্ধি উচ্চশিক্ষায় সাধারণ ছাত্রদের প্রবেশই করতে দেবে না। এর বিরুদ্ধে ১১ এপ্রিল রায়পুরে বিক্ষোভ প্রদর্শন করে এ আই ডি এস ও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় অবিলম্বে ভর্তির পরীক্ষায় সমস্ত ফি প্রত্যাহার করতে হবে। ছাত্রদের মধ্যে ব্যাপক প্রচারাভিযান চালান সংগঠনের নেতা-কর্মীরা। এই আন্দোলনের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সহায়তায় ছাত্রদের ধোঁকা দেওয়ার চেষ্টা করতে সাধারণ, এসসি-এসটি এবং ওবিসিদের জন্য আলাদা আলাদা ফি ধার্য করে। এর বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাচ্ছে এআইডিএসও।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত