Breaking News

কুটাব-এর ডাকে বিকাশ ভবন অভিযান

কলেজে চুক্তিভিত্তিক পূর্ণ ও আংশিক সময়ের শিক্ষক (স্যাক্ট)-দের ৬৫ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার, সম্মানজনক বেতন কাঠামো, পিএফ, পেনশন, গভর্নিং বডি ও টিচার্স কাউন্সিলে প্রতিনিধিত্ব, সিসিএল, জেনারেল ট্রান্সফার সহ অন্যান্য দাবিতে কুটাব-এর ডাকে ৯ এপ্রিল বিকাশ ভবনে মিছিল হয়। পুলিশ মিছিল থেকে সংগঠনের রাজ্য সভাপতি মহিম কুমার চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক সুচন্দ্রা চৌধুরী সহ ১৫ জন অধ্যাপককে গ্রেপ্তার করে। প্রতিবাদে ১১ এপ্রিল কলেজে কলেজে স্যাক্ট সহ সব স্তরের অধ্যাপকরা কালো ব্যাজ পরিধান করেন।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত