Breaking News

পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের ডাকে ওয়াই চ্যানেলে বিক্ষোভ সমাবেশ

১১ এপ্রিল পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের ডাকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা-যুক্ত তিন শতাধিক মানুষ ধর্মতলার ওয়াই চ্যানেলে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন। মাসিক ৫০০০ টাকা বর্ধিত হারে ‘মানবিক’ ভাতা প্রদান, প্রতিবন্ধীদের স্পেশাল স্কুলগুলো পরিচালনার দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরের হাতে দেওয়া, নয়া জাতীয় শিক্ষা নীতিতে বলা অনলাইন শিক্ষা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য বাড়িতে বসে শিক্ষার মতো অবৈজ্ঞানিক পদ্ধতি প্রত্যাহার, অন্ত্যোদয় অন্ন যোজনায় আবেদন করা সমস্ত প্রতিবন্ধীর অন্তর্ভুক্তি, ২০১৬ সালের প্যানেলভুক্ত সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষা-কর্মীদের (প্রতিবন্ধী শিক্ষক সহ) স্বপদে সমর্যাদায় পুনর্বহাল সহ ১৯ দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক সৈকত কুমার কর, সভাপতি সনৎ মহন্ত। সমাবেশের সভাপতি সংগঠনের নদিয়া জেলা সম্পাদক শঙ্কর প্রসাদ সেন গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের মতো দূরবর্তী জেলা থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দেওবার জন্য আন্দোলনকারীদের ধন্যবাদ জানান।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত