এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য রাজ্যের সর্বত্র সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে ১২ এপ্রিল এক বিবৃতিতে বলেন,
‘জনজীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজ্যে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার যে অপচেষ্টা চালাচ্ছে, তার সাথে সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে অতি তৎপরতার সঙ্গে ওয়াকফ আইন সংশোধন করে ধর্মীয় উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এই বিলের পরিপ্রেক্ষিতে একদিকে সংখ্যালঘু মানুষদের মনে নানা ধরনের আশঙ্কা দানা বাঁধছে, অন্য দিকে নানা বিভেদকামী শক্তির উস্কানিতে মুর্শিদাবাদ সহ দেশের কিছু এলাকায় দুঃখজনকভাবে কিছু বিক্ষিপ্ত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই অবস্থায় ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল শুভবুদ্ধি ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাছে আমরা দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত