১-৭ এপ্রিল অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন-এর ডাকা দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহে দেশ জুড়ে রাজ্যে রাজ্যে নানা কর্মসূচি নেওয়া হয়।
প্রতিবাদ সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে ৭ এপ্রিল ত্রিপুরা ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার বটতলায় বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মিলন চক্রবর্তী, হরকিশোর ভৌমিক এবং সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল একটি অত্যাবশ্যক পরিষেবা। কিন্তু ২০০৩ সালে বিদ্যুৎ আইনের পরিবর্তন ঘটিয়ে ব্যাপক বেসরকারিকরণের রাস্তা খুলে দিয়ে বিদ্যুৎ পরিষেবাকে লাভের ক্ষেত্রে পরিণত করা হয়।
বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ ও বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল-২০২২ তৈরি হয়। তারই পরিপূরক হিসাবে ডিজিটাল মিটার বাতিল করে জনস্বার্থবিরোধী প্রিপেড স্মার্ট মিটার বসানো শুরু হয়। বিদ্যুৎ বেসরকারিকরণ রদ, স্মার্ট মিটার বাতিল, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ নেওয়া বন্ধ করা, বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল ২০২২ বাতিল করা ইত্যাদি দাবিতে এবং ‘টিওডি’ ব্যবস্থা চালু করে বিদ্যুৎ আরও মহার্ঘ করে তোলার প্রতিবাদে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সকল স্তরের বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ী সংগঠনগুলির প্রতি বক্তারা আহ্বান জানান। বিক্ষোভসভা পরিচালনা করেন চমক দেববর্মা।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত