ছত্তিশগড়ের উরলা দুরগে ৬ এপ্রিল ৬ বছরের এক শিশুকে চরম নির্যাতন চালিয়ে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এই পাশবিক ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে এবং ছত্তিশগড় রাজ্য সহ দেশের সর্বত্র ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। ৬ এপ্রিল থেকে লাগাতার কয়েকদিন ধরে দুরগ, ধমতরী, রায়পুর, বিলাসপুর এবং গারিয়াবন্দ জেলায় জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। দাবি জানানো হয়, মদ-মাদক নিষিদ্ধ করতে হবে, সোসাল মিডিয়া সহ সমস্ত মাধ্যমে অশ্লীলতার প্রসার বন্ধ করতে হবে। নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ধর্ষক ও নির্যাতনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত