রাজ্য কমিটির পূর্বতন প্রবীণ সদস্য, শিক্ষক তথা গণআন্দোলনের বিশিষ্ট নেতা কমরেড সদানন্দ বাগলের জীবনাবসান ঘটে ২২ মার্চ, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে। বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ওই দিন তাঁর মরদেহ দলের কেন্দ্রীয় অফিসে আনা হলে সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ মাল্যদান করেন। পলিটবুরোর প্রবীণ সদস্য কমরেড অসিত ভট্টাচার্য, কমরেড স্বপন ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর ঘোষের পক্ষে মাল্যদান করা হয়। পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু, রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য প্রমুখ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ মাল্যদান করে শ্রদ্ধা জানান।
এরপর মরদেহ উত্তর ২৪ পরগণার শ্যামনগর অফিসে নিয়ে যাওয়া হলে সেখানে কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সান্টু গুপ্ত, কমরেড গোপাল বিশ্বাস এবং জেলার নেতা-কর্মীরা শ্রদ্ধা জানানোর পর শ্যামনগরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
৫ এপ্রিল ব্যারাকপুর সুকান্ত সদনে তাঁর স্মরণসভায় বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, সভাপতিত্ব করবেন কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য।
কমরেড সদানন্দ বাগল লাল সেলাম