Breaking News

আসামে মুকুন্দ কাকতি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আদায়

নলবাড়ি শহর সহ জেলার লক্ষ লক্ষ গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য শহিদ মুকুন্দ কাকতি সিভিল হাসপাতালকে অবিলম্বে আগের মতো ২৩৫ শয্যার হাসপাতালে রূপান্তরিত করে পরিষেবা চালুর পাশাপাশি অসামরিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে গত দু’বছর ধরে আন্দোলন চালাচ্ছে শহিদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় সুরক্ষা সমিতি। ১৯ মার্চ সমিতির সাথে নলবাড়ির বিধায়ক জয়ন্ত মল্লবরুয়ার বৈঠক হয়। বৈঠকে সভাপতি ডঃ নারায়ণচন্দ্র শর্মার নেতৃত্বে সমিতির প্রতিনিধিত্ব করেন সাধারণ সম্পাদক জিতেন্দ্র কুমার জৈন, উপসভাপতি জ্ঞানেন চক্রবর্তী, সহ সম্পাদক মুনীন্দ্র দলে, দিব্যজ্যোতি হালৈ, কার্যকরী সদস্য কুশল পেগু এবং মালতী বসুমাতারী। মন্ত্রী অবিলম্বে ১১০টি শয্যার ব্যবস্থা করার পাশাপাশি শয্যাসংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। শয্যার সাথে সঙ্গতি রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ বৃদ্ধিরও আশ্বাস দেন। আন্দোলনের এই জয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নলবাড়ি জেলা ও পার্শ্ববর্তী জেলার জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন জানান সমিতির নেতৃবৃন্দ।