উত্তর কলকাতার ডাফ গার্লস হাইস্কুলে গত ২০ মার্চ ক্লাস চলাকালীন, কর্মরত কয়েকজন মিস্ত্রি এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে অভিভাবক সহ এলাকার সাধারণ মানুষ স্কুলের গেটে বিক্ষোভ দেখান। ঘটনার উপযুক্ত তদন্ত এবং যুক্ত সমস্ত দোষীর শাস্তির দাবিতে ওই দিনই এসইউসিআই(সি)-র পক্ষ থেকে আঞ্চলিক সম্পাদক কমরেড নির্মল দুয়ারীর নেতৃত্বে শ্যামপুকুর থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভস্থলে উপস্থিত হন এআইডিএসও-র কলকাতা জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান।