যাত্রী আন্দোলনই ভাড়া বৃদ্ধি রুখল

পূর্ব মেদিনীপুরে হলদিয়া পৌর প্রশাসক নন্দীগ্রাম-হলদিয়া ফেরিঘাটে ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধির নোটিস দিয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে জোর করে বর্ধিত ভাড়া আদায় করতে থাকে ইজারাদার। এমনকি ফেরিঘাটে গুন্ডা রেখে যাত্রীদের হেনস্থা করে জোর করে বাড়তি ভাড়া আদায় করে। যে নোটিসের মাধ্যমে এই ভাড়া আদায় করছে, তাতে যেমন কোনও মেমো নম্বর নেই, তেমনই স্বাক্ষরও নেই।

এই নিয়ে যাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দেয়। এই ভাড়াবৃদ্ধি প্রত্যাহার সহ আনুষঙ্গিক কিছু দাবিতে নন্দীগ্রাম-হলদিয়া ফেরিযাত্রী কমিটি বিক্ষোভ দেখায়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্যামল সাহু, অধ্যাপক বাপ্পাদিত্য গর্গ, মনোজ দাস, বিমল মাইতি, ত্রিনাথ মণ্ডল, যুবরাজ দাস সহ আরও অনেকে। সকাল ৫টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ চলার পর জেলাশাসক ও মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। হাজার হাজার মানুষের এই প্রতিরোধের চাপে নোটিস দিয়ে আবার পুরানো ভাড়া চালু করতে বাধ্য হয় হলদিয়া পৌর কর্তৃপক্ষ। সমন্বয় কমিটির পক্ষে মনোজ দাস সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের আন্দোলনের প্রাথমিক দাবি পূরণ হলেও দু’দিকের টিকিট কাউন্টার, ঘাটে আলোর ব্যবস্থা, সময়সূচির পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।’