সরকারি কর্মচারীদের ২১টি সংগঠনের যৌথ উদ্যোগে ১ মার্চ কলকাতার কলেজ স্কোয়ারে অবস্থান কর্মসূচি পালিত হয়। তাঁদের দাবি, রাজ্য সরকারের ঘোষিত মাত্র ৪ শতাংশ ডি এ নয়, অবিলম্বে এআইসিপিআই অনুযায়ী বকেয়া সহ ৩৯ শতাংশ ডিএ দেওয়া, অবিলম্বে সপ্তম পে কমিশনের ঘোষণা, সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের যোগ্যতা অনুযায়ী স্থায়ীকরণ প্রভৃতি। এই সব দাবিতে এ দিন বিদ্যাসাগর মূর্তির কাছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স, শিক্ষাকর্মী, পেনশনাররা উপস্থিত ছিলেন। বেলা ২ টো থেকে অনুষ্ঠিত বিক্ষোভ অবস্থানে দলে দলে কর্মচারী শিক্ষক পেনশনারদের যোগ দিতে দেখা যায়।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, সার্ভিস ডক্টর্স ফোরাম, ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন, কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, নার্সেস ইউনিটি, আয়ুষ সার্ভিস ডক্টর্স ফোরাম সহ ২১টি সংগঠন এই অবস্থানে ছিল।
সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন দীনবন্ধু বিদ্যাভূষণ, শুভাশিস দাস, নীলকান্ত ঘোষ, মলয় মুখোপাধ্যায়, শুভেন্দু মুখার্জী, ডাক্তার দুর্গাপ্রসাদ চক্রবর্তী, ভাস্বতী মুখার্জী, দিলীপ মাইতি প্রমুখ।
সংগঠনগুলির পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয় পশ্চিমবাংলার আরও বহু সংগঠন যোগাযোগ করছেন। তাঁরাও এই যুক্ত আন্দোলনে সমবেত হবেন। যতদিন না সরকার দাবি মেনে নিচ্ছে, ততদিন আন্দোলন চলবে।