সরকারই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে। শাসকদলই বুলডোজার চালাচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের উপর। বাঁচার অধিকার, মত প্রকাশের অধিকার বিপন্ন। ২ মার্চ পাটনার আইএমএ হলে সিপিডিআরএস আয়োজিত আলোচনাসভায় এই কথাগুলি উঠে এল। সভায় বক্তব্য রাখেন বিহার রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি রাজেন্দ্র প্রসাদ, বিহার রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রাক্তন চেয়ারম্যান ব্যাসজি, প্রবীণ সাংবাদিক সুরর আহমেদ, পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট গোপাল কৃষ্ণ, সৈয়দ ফিরোজ রাজা। সংগঠনের সর্বভারতীয় আহ্বায়ক দ্বারিকানাথ রথ মানবাধিকার রক্ষার জন্য কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। আন্দোলন সংক্রান্ত ১৮ দফা দাবিসনদ পেশ করেন নিকোলাই শর্মা।