মধ্যপ্রদেশে পার্বতী নদীতে বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এই উদ্দেশ্যে বিপুল পরিমাণ কৃষি ও বসবাসের জমি দখলের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর বিরুদ্ধে ‘গ্রাম বাঁচাও খেত বাঁচাও ও বন্ধ চিনি কারখানা চালু করো সংঘর্ষ সমিতি’-র ডাকে ৪ মার্চ মহা-পঞ্চায়েত অনুষ্ঠিত হল গুনা জেলার বরসাত এলাকায়। আশপাশের ৩৬টিরও বেশি গ্রাম থেকে হাজার হাজার কৃষক-খেতমজুর মহা-পঞ্চায়েতে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন সংযুক্ত কিসান মোর্চার নেতা এবং এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান। তিনি বলেন, বড় বড় কোম্পানি-মালিকদের মুনাফা লোটার সুযোগ করে দিতেই সরকার বাঁধ তৈরির নামে হাজার হাজার গরিব কৃষকের জমি দখল করে তাদের গৃহহীন করার ষড়যন্ত্র করছে।
এর বিরুদ্ধে গ্রামে গ্রামে সংঘর্ষ কমিটি তৈরি করে কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান তিনি। এ ছাড়াও বক্তব্য রাখেন এআইকেকেএমএস-এর মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক মনীষ শ্রীবাস্তব এবং সংঘর্ষ সমিতির অনিরুদ্ধ মীণা, মহেন্দ্র নায়ক প্রমুখ নেতৃবৃন্দ।