আর জি কর হাসপাতালে গণকনভেনশন

অভয়ার অবিচারের সাত মাসে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম ও নার্সেস ইউনিটির যৌথ উদ্যোগে ৯ মার্চ আর জি কর মেডিকেল কলেজের ঐতিহাসিক আন্দোলন মঞ্চে অনুষ্ঠিত হল এক গণকনভেনশন।

কনভেনশন থেকে মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন, ‘যতদিন না ন্যায়বিচার আমরা পাচ্ছি ততদিন জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রশাসনের অন্যায় ভাবে হেনস্তা ও ফাঁসানো বন্ধ করতে হবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন ছড়িয়ে দিতে হবে রাজ্যের প্রতিটি শহরে, গ্রামে ও জেলায় জেলায়। সর্বোচ্চ আদালতকে অভয়ার মা-বাবার ও জুনিয়র ডক্টরস ফ্রন্টের বক্তব্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে, যাতে অবিলম্বে ন্যায়বিচার পাওয়া যায়।

বক্তব্য রাখেন সার্ভিস ডক্টর্স ফোরামের সভাপতি অধ্যাপক দুর্গাপ্রসাদ চক্রবর্তী, নার্সেস ইউনিটির যুগ্ম সম্পাদক বিভা চক্রবর্তী ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।

কনভেনশনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ অনিকেত মাহাতো ও ডাঃ আশফাকুল্লা নাইয়া। অনিকেত মাহাতো আন্দোলনকে তীব্র করার কথা ঘোষণা করে বলেন, আন্দোলনে সাধারণ মানুষ আমাদের তহবিলে যে সাহায্য করেছেন, অডিট ফার্মকে দিয়ে অডিট করিয়ে তার পাই-পয়সা হিসেব আমরা কয়েক দিনের মধ্যেই জনসমক্ষে প্রকাশ করব। কিন্তু রাজ্য প্রশাসন বাকি খুনিদের এবং খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্তদের গ্রেফতার করে শাস্তি দেবে তো? স্যালাইন কাণ্ডে আসল দোষীদের ধরবে তো? কনভেনশন থেকে প্রস্তাব নেওয়া হয়, ডাক্তার, নার্স, রোগীর পরিবার এবং সাধারণ মানুষকে যুক্ত করে আন্দোলনকে তীব্র করা হবে, অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিকে জোরদার করা হবে এবং মেডিকেল কলেজগুলি সহ সর্বত্র থ্রেট কালচার সম্পূর্ণ বন্ধের দাবি তীব্র করা হবে।