২৩ ফেব্রুয়ারি হাওড়ার হাঁসখালি পোল শান্তিনগর কলোনিতে জাস্টিস ফর আর জি কর বকুলতলা চুনাভাটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ‘অভয়া ক্লিনিক’ অনুষ্ঠিত হয়। ডাক্তার, নার্স সহ মোট সাতজনের টিম শতাধিক মানুষের চিকিৎসা করেন। প্রেসার, সুগার ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল। মনীষী স্মৃতিরক্ষা কমিটি শিবির আয়োজনে বিশেষ ভূমিকা নেয়। স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেন।
নারী নিরাপত্তা ও অভয়ার ন্যায়বিচারের দাবিতে এবং শিশু-কিশোরদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হাঁসখালি পোলের সামনে নাগরিক কনভেনশনে মূল বক্তা ছিলেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাঃ অঙ্কুশ ঘোষ।