এআইইউটিইউসি অনুমোদিত কলকাতা সাবার্বান বাইক-ট্যাক্সি অপারেটর্স ইউনিয়নের আহ্বানে বাইক ট্যাক্সির কমার্শিয়াল লাইসেন্সের প্রক্রিয়া দ্রুত ও সরল করা, কোম্পানিগুলির (ওলা, উবের, ব়্যাপিডো, ইনড্রাইভ) যথেচ্ছাচার বন্ধ এবং নির্দিষ্ট ভাড়া তালিকা প্রকাশ সহ নানা দাবিতে ২৪ ফেব্রুয়ারি তিন শতাধিক বাইক-ট্যাক্সি চালকের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্সের সামনে।
সংগঠনের সভাপতি শান্তি ঘোষের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল পরিবহণ সচিবের কাছে স্মারকলিপি দেন। বিক্ষোভ সভায় সম্পাদক দেবু সাউ বলেন, পরিবহণ সচিব দাবি মেনে নিয়ে মার্চ মাসে অন্তত তিনটি ‘ক্যাম্প মোডে’ বাণিজ্যিকীকরণের কাজটি সম্পন্ন করা এবং যে সমস্ত আরটিও-তে নানা কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। সার্ভিস প্রোভাইডার ওলা, উবের, ব়্যাপিডো, ইনড্রাইভ ইত্যাদি কোম্পানি যে ভাবে সরকারি নির্দেশ অমান্য করে ২০ শতাংশের বেশি সার্ভিস চার্জ কেটে নিচ্ছে, তা বন্ধ করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে সচিব প্রতিশ্রুতি দিয়েছেন। কমার্শিয়াল নাম্বার প্লেট লাগাতে টাকা চাইলে তাদের শো-কজ করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ইউনিয়নের পক্ষ থেকে অবৈধ বাইক-ট্যাক্সি ও যাত্রীদের হয়রানি বন্ধ করারও দাবি জানানো হয়। বিক্ষোভ সভা পরিচালনা করেন সংগঠনের অন্যতম সহ-সম্পাদক সঙ্কর্ষণ ঘোষ। সভা শেষে বাইক-ট্যাক্সি চালকদের সুসজ্জিত মিছিল হয়।