Breaking News

মহান স্ট্যালিন স্মরণে

‘‘পার্টির কর্মসূচি, রণকৌশল এবং সাংগঠনিক অভিমতগুলি নিছক মৌখিকভাবে গ্রহণ করাই কি একজন পার্টি সদস্যের ক্ষেত্রে যথেষ্ট? এ রকম একজন ব্যক্তিকে কি সর্বহারার সেনাবাহিনীর যথার্থ নেতা বলা যায়? অবশ্যই নয়। এ রকম বুলি আওড়ানো বহু ব্যক্তি পাওয়া যাবে, যারা অনায়াসেই মুখে পার্টি কর্মসূচির সাথে একমত হয়ে তা গ্রহণ করে নেবে, কিন্তু কাজে কিছু করবে না। আমাদের পার্টি যে হেতু একটি সংগ্রামী পার্টি, তাই একজন পার্টির কর্মসূচি, কৌশলগত লাইন ও সাংগঠনিক অভিমতগুলিকে নিছক মৌখিকভাবে গ্রহণ করছে, কেবল এর দ্বারাই পার্টি কখনও সন্তুষ্ট হতে পারে না। পার্টির যে সদস্যরা একে গ্রহণ করবে, তারা অবশ্যই তা কার্যক্ষেত্রে রূপায়ণ করবে– এটা পার্টি দাবি করবেই।’’ জে ভি স্ট্যালিন (সর্বহারা শ্রেণি ও সর্বহারার দল)