রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের জন্য মাসিক বেতনের জন্য বরাদ্দ বাড়ানো হয়নি। বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে মাত্র ২০০০ টাকা মাসিক বেতনে সংসার চালানো অসম্ভব। সেজন্য মিড ডে মিল কর্মীরা ৭ ফেব্রুয়ারি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে শিক্ষামন্ত্রী ও প্রোজেক্ট ডাইরেক্টরের কাছে বেতন বৃদ্ধি সহ নানা দাবি পেশ করেছিলেন। কিন্তু বাজেটে বেতনবৃদ্ধির পদক্ষেপ নেয়নি সরকার। এর প্রতিবাদে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি জেলা ও ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ডায়মন্ডহারবারে হসপিটাল মোড় থেকে প্রায় শতাধিক মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। তারপর জনস্বার্থবিরোধী রাজ্য বাজেট পোড়ানো হয়। বাজেটের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন সংগঠনের যুগ্ম রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার।