কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসেই ছাত্রছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এগুলি সমাধানের দাবি জানিয়ে ১০ ফেব্রুয়ারি এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় এবং উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্য এবং রেজিস্ট্রার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। দাবি জানানো হয়, অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, স্থায়ী অধ্যাপক ও কর্মচারী উপযুক্ত সংখ্যায় নিয়োগ করতে হবে, সমস্ত বিভাগে নিয়মিত পঠন-পাঠন চালু এবং ল্যাবরেটরি ও লাইব্রেরির পরিকাঠামো উন্নয়ন করতে হবে।
প্রত্যেক ক্যাম্পাসে জেরক্স ও প্রিন্টিং সেন্টার চালু, রেল কনসেশন, সমস্ত ক্যাম্পাস ক্যান্টিনে সস্তায় উন্নত মানের খাবার পরিবেশন, চিকিৎসা কেন্দ্র চালু, খারাপ লিফট সারানো, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ফেরানো, ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গণে (আলিপুর ক্যাম্পাস) ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করতে হবে। এ ছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র-ছাত্রী ও অধ্যাপক ও শিক্ষাকর্মীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয়বার এমএ করার সুযোগ দেওয়া, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।