ইউজিসি রেগুলেশন বিরোধী সম্মেলনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী গেলেন না কেন?

ইউজিসি-র খসড়া রেগুলেশন ২০২৫-এর বিরোধিতা করে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত বিরোধী রাজ্যগুলোর সম্মেলনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অংশগ্রহণ না করার প্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত বিরোধী দল শাসিত রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সম্মেলনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর যোগদান না করার বিষয়টি আমাদের বিস্মিত করেছে। ইউজিসি-র সাম্প্রতিক খসড়া রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের নীল নক্সা ছাড়া আর কিছু নয়। শিক্ষা জগতের বাইরে থেকে শিল্প-কারখানা, আইএএস, আইপিএস প্রভৃতি স্তরের ব্যক্তিদের উপাচার্য হিসাবে নিয়োগ, অশিক্ষকদের শিক্ষক হিসাবে নিযুক্তি, স্থায়ী শিক্ষকের পরিবর্তে অ্যাড হক শিক্ষকের উপর জোর ইত্যাদি অন্যতম বিষয় হলেও এই খসড়া সংবিধানস্বীকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী। রেগুলেশন অনুযায়ী উপাচার্য নিয়োগের পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করবে, এমনকি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রেও রাজ্যের মতামতের কোনও মূল্য থাকবে না। সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার চূড়ান্ত কেন্দ্রীকরণ হবে। অথচ অ-বিজেপি সরকার হিসাবে এই রাজ্যের কোনও প্রতিনিধিত্ব ওই সম্মেলনে রইল না। এটা অত্যন্ত ইঙ্গিতবাহী বলে আমাদের মনে হয়েছে। কারণ, এই রাজ্য সরকার বিজেপির বিরোধিতা করতে করতেই ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি-২০২০ সম্পূর্ণ চালু করেছে।

উল্লিখিত বিষয়গুলোর প্রতি উপযুক্ত গুরুত্ব দিয়ে ওই খসড়া রেগুলেশনের তীব্র বিরোধিতা করার দাবি আমরা রাজ্য সরকারের কাছে উত্থাপন করছি। কেন্দ্রীয় সরকারের সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গণআন্দোলনের সাথে সাথে রাজ্য সরকার এই শিক্ষা ধ্বংসকারী পদক্ষেপগুলি যাতে গ্রহণ না করতে পারে, তার জন্য তীব্র গণআন্দোলন গড়ে তুলতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আবেদন করছি।