বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারের অপরাধমূলক গাফিলতির ফলে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে যে নির্মম মৃত্যু ঘটেছে সে সম্পর্কে এসইউসিআই(সি) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ৩০ জানুয়ারি নিম্নলিখিত বিবৃতি দেন।
সরকারি রিপোর্ট অনুযায়ী ২৯ জানুয়ারি ভোররাতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ভয়ঙ্কর ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু, ৬০ জনের গুরুতর আহত হওয়া এবং বহুজনের নিখোঁজ হওয়ার খবরে দেশবাসী শোকস্তব্ধ। সংবাদমাধ্যমে প্রকাশ, অসহায় তীর্থযাত্রীরা সাহায্য চেয়ে আর্তনাদ করেছেন কিন্তু কাউকে পাননি। এটাও উল্লেখযোগ্য যে, কয়েক দিন আগেই বিধ্বংসী আগুনে মেলা প্রাঙ্গণে বেশ কিছু তাঁবু পুড়ে গিয়ে বহু মানুষ আহত হন।
কিন্তু ঘটনার থেকেও বেশি ভয়াবহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আচরণ। তিনি অত্যন্ত নির্লজ্জভাবে এই নির্মম মৃত্যুর ঘটনাকে লঘু করে দেখানোকেই সুবিধাজনক মনে করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই ঘটনা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অপরাধমূলক অবহেলা ছাড়া কিছু নয়। নিজেদের সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির ফায়দা তুলতেই তাঁরা এত বৃহৎ অনিয়ন্ত্রিত এক ধর্মীয় জমায়েতের ব্যবস্থা করেছেন এবং এই কূট উদ্দেশ্যকে আড়াল করতেই তাঁরা মহাকুম্ভ স্নানের দ্বারা ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনে উৎসাহ দিয়েছেন। আমরা সুনির্দিষ্ট ভাবে বলতে চাই, এতগুলি নিরীহ মানুষের প্রাণহানির নিরিখে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট হতে পারে না। আমরা এই নির্মম দুঃখজনক ঘটনার উচ্চক্ষমতাসম্পন্ন বিচারবিভাগীয় তদন্ত এবং দায়ী সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।