কেন্দ্রীয় বাজেট-২০২৫ সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,
প্রত্যাশিত ভাবেই এ বারের বাজেটে পরিসংখ্যানের ভেলকি ও দ্ব্যর্থবোধক বাক্যের মধ্য দিয়ে বিজেপি সরকারের সাফল্যের মিথ্যা দাবি নিয়ে গতানুগতিক কোলাহল লক্ষ করা গেল। জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে এই বাজেটে একটিও কথা নেই। কর্মসংস্থান ও সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্পর্কে এই বাজেটে যা বলা হল, তা গত বাজেটে ঘোষিত যে প্রস্তাবগুলি ইতিমধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছে, তার থেকে আলাদা কিছু নয়। এ বারের বাজেটের মূল দিকটি হল আরও বেসরকারিকরণের দিকে নির্দিষ্ট ঝোঁক– পিপিপি মডেলের ব্যাপক প্রয়োগ, বিমা ক্ষেত্রে একশো শতাংশ এফডিআই এবং বেসরকারি মালিকদের হাতে সরকারি পরিকাঠামো তুলে দেওয়ার ভিতর দিয়ে যা সামনে এসেছে। স্বাস্থ্য-শিক্ষা-কৃষি সহ অন্যান্য ক্ষেত্রগুলিতে সুনির্দিষ্ট বরাদ্দের বিষয়টি বাজেটে সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে।
শুধুমাত্র ব্যক্তিগত কর-হার কমানোর মলম লাগিয়ে ক্রয়ক্ষমতার অভাবে ভোগ্যপণ্যের বিক্রি কমে যাওয়া রোখা ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করা হয়েছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন মাথায় রেখে জোটসঙ্গী নীতীশ কুমারকে সন্তুষ্ট করতে শুধু কয়েকটি প্রকল্প ঘোষণা করা হয়েছে।
বাজেটের নামে এই উপহাসের তীব্র নিন্দা করে সম্পূর্ণ জনস্বার্থবিরোধী ও একচেটিয়া-স্বার্থবাহী এই আর্থিক দলিলের বিরুদ্ধে দুর্দশা-জর্জরিত দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।