কলকাতা বইমেলায় এসইউসিআই (সি)-র মুখপত্র গণদাবীর নামাঙ্কিত ৫৬২ নম্বর স্টল থেকে মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা সম্বলিত বই ও পত্রপত্রিকা সংগ্রহে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। প্রতিদিনই ভিড় করে আসছেন ছাত্র-যুব, বিশেষত বামপন্থী মানুষেরা। কমরেড শিবদাস ঘোষের বই ছাড়াও কমরেড প্রভাস ঘোষের বর্তমান সময়ের প্রেক্ষিতে আলোচনাগুলি নিয়েও যথেষ্ট আকর্ষণ দেখা গেছে। মনীষীদের জীবনসংগ্রাম সম্পর্কিত বিভিন্ন বইও মানুষ আগ্রহের সঙ্গে সংগ্রহ করছেন।