Breaking News

সামরিক পথে নয়, প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির পথেই শান্তি ফিরবে—ইজরায়েলের কমিউনিস্ট পার্টির বিবৃতি

গাজায় ইজরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে ইজরায়েলের কমিউনিস্ট পার্টি একটি বিবৃতিতে বলেছে,

চুক্তি ও যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ এবং তা স্বাগত, কিন্তু সেটাই যথেষ্ট হতে পারে না। ইজরায়েলের দক্ষিণপন্থী সরকারের চরিত্র অনুযায়ীই এই জায়গায় পৌঁছতে মারাত্মক রকমের দীর্ঘ সময় লাগল। তা সত্ত্বেও এই বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতিকে আমরা স্বাগত জানাই।

 প্রথম দিন থেকেই আমরা এমন একটি চুক্তি দাবি করেছিলাম যাতে ইজরায়েল ও প্যালেস্টাইন– উভয় দেশেরই কারাবন্দি, অপহৃত, বন্দি ও পণবন্দিরা ঘরে ফিরতে পারেন। এমন চুক্তি অসম্ভব ছিল তা নয় এবং এই চুক্তি যথাসময়ে হলে হাজার হাজার প্যালেস্টিনীয় ও কয়েকশো ইজরায়েলির প্রাণ বাঁচানো যেত।

যে চুক্তিটি হয়েছে, শুধু সেটাতেই আমরা সন্তুষ্ট নই। আমরা সংগ্রাম জারি রাখব আন্তরিক এমন এক আলাপ-আলোচনায় পৌঁছনোর উদ্দেশ্যে, যার লক্ষ্য দখলদারি ও অবরোধের অবসান ঘটানো এবং প্যালেস্টাইনের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও ইজরায়েল রাষ্ট্রের পাশাপাশি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের স্বীকৃতির উপর ভিত্তি করে ন্যায়সঙ্গত ও ব্যাপকতর শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলা।

 আমরা মনে করি, গাজা অঞ্চলের পুনর্গঠন অত্যন্ত জরুরি এবং সেই দায়িত্ব পালনের জন্য গোটা বিশ্বের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। তাদের আরও আহ্বান জানাচ্ছি, যাতে তারা চুক্তি রূপায়ণের জন্য যতটা সময় হাতে আছে, সেই সময়টায় এবং চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় শেষ হওয়ার পর ইজরায়েলের দক্ষিণপন্থী সরকারকে গণহত্যা চালানো থেকে বিরত করে।

যুদ্ধবিরতির এই চুক্তি ইজরায়েলে বসবাসরত প্যালেস্টিনীয় নাগরিকদের উস্কানি দেওয়া ও নির্যাতন চালানোয় কিংবা ওয়েস্ট ব্যাঙ্কের সংযুক্তিকে উৎসাহ দেওয়ার কাজে ব্যবহৃত হবে বলে আমরা সতর্ক করছি।

এই ভয়ঙ্কর ও দীর্ঘ যুদ্ধ আবার প্রমাণ করেছে যে, সামরিক উপায়ে এর সমাধান মিলবে না– শান্তি প্রতিষ্ঠাই এর একমাত্র সমাধান।

(সূত্রঃ ইন ডিফেন্স অফ কমিউনিজম ওয়েবসাইট)