মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর তদন্ত এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যালাইন বাতিল, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ, জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সঠিক মানের ওষুধ সরবরাহ প্রভৃতি দাবিতে ১৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, জেলা মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ ডেপুটেশন হয়।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষে ডাঃ জয়দেব ঘড়া, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষে প্রণব মাইতি। স্মারকলিপি পাঠ করেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্ব দিলীপ মাইতি।