দক্ষিণ ২৪ পরগণার বাইশহাটায় তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা এবং এসইউসিআই(সি)-র রাজ্য কমিটির সদস্য কমরেড আমির আলি হালদারকে ১৯৯৭ সালে ১১ জানুয়ারি তৎকালীন শাসক দল সিপিএমের ঘাতক বাহিনী নৃশংস ভাবে হত্যা করেছিল। এসইউসিআই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে প্রতি বছর এই দিনটিতে স্মরণসভা হয়। এ বছর ১১ জানুয়ারি বাইশহাটা লোকাল হাটে আমির আলি হালদার স্মরণে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড নন্দ কুণ্ডু, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুজাতা ব্যানার্জী, সৌরভ মুখার্জী, নন্দ পাত্র ও রাজ্য কমিটির সদস্য জয়কৃষ্ণ হালদার ও নিরঞ্জন নস্কর। বক্তব্য রাখেন কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রাজকুমার বসাক এবং বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সালামত মোল্লা।