মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ও ডাঃ আশফাকউল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হামলার প্রতিবাদে ১৬ জানুয়ারি এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন,
মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু ও তিন জনের অসুস্থ হওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ১২ জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে যেভাবে সাসপেন্ড করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি। যে সিআইডি তদন্তের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা নিলেন তা অর্থাৎ পুলিশ দফতর এবং যে দফতরের দুষ্কর্মের তদন্ত হয়েছে সেই স্বাস্থ্য দফতর উভয়ই মুখ্যমন্ত্রীর অধীন। ফলে সিআইডি স্বাস্থ্য দফতরের বিশেষ করে বিষাক্ত স্যালাইন ব্যবহারের মধ্যে কোনও ত্রুটি খুঁজে পায়নি এবং ওই দফতরের অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। এমন তদন্ত হাস্যকর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সকল দুর্নীতি থেকে দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এই চরম স্বেচ্ছাচারী পদক্ষেপ নিলেন। আমরা অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পাশাপাশি আর জি কর আন্দোলনের অন্যতম নেতা ডাঃ আশফাকউল্লা নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়ে যেভাবে বাড়ির জিনিসপত্র তছনছ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক তথা সমগ্র চিকিৎসক মহলে ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্যই এই পদক্ষেপ। আসলে ‘থ্রেট কালচার’ বন্ধ করার পরিবর্তে তাঁরা নিজেরাই তার চর্চা করছেন। রাজ্য সরকারের এই চরম স্বৈরাচারী আচরণের আমরা তীব্র নিন্দা করছি।