Breaking News

ন্যায়বিচারের দাবিতে খাতড়ায় কনভেনশন

অভয়ার ন্যায়বিচারের দাবিতে ২৯ ডিসেম্বর সারা বাংলা প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার খাতড়া শহরের লাইব্রেরি হলে শতাধিক মানুষের উপস্থিতিতে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে ডাক্তার, উকিল, শিক্ষক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্বাস্থ্যকর্মী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের বাঁকুড়া জেলা সম্পাদক ডাঃ তন্ময় মণ্ডল, আইনজীবী অসীম রায়, আইনজীবী তন্ময় কর প্রমুখ। সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষক বারিদবরণ পতি। প্রধান বক্তা ছিলেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক এবং মেডিকেল সার্ভিস সেন্টারের বাঁকুড়া জেলা সভাপতি ডাঃ নীলাঞ্জন কুণ্ডু, ডাঃ সঙ্গীতা আইয়ার, ডাঃ কার্তিক জে প্রমুখ। কনভেনশনের মধ্য দিয়ে ‘জাস্টিস ফর আর জি কর’, খাতড়া মহকুমা তৈরি হয়। সভাপতি এবং সম্পাদক হিসেবে আইনজীবী অসীম রায় এবং বিকাশ পাত্র নির্বাচিত হয়েছেন।