৭ জানুয়ারি ২০০৭, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমিরক্ষা আন্দোলনে সিপিএম দুষ্কৃতীদের আক্রমণে শহিদ হন ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাঁদের স্মরণে গত ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবস পালন করল এসইউসিআই(সি)। শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা নন্দ পাত্র, ভবানীপ্রসাদ দাস, লোকাল সম্পাদক মনোজ কুমার দাস সহ অন্যান্যরা। নন্দ পাত্র বলেন, আজ আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূল বিজেপি যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে তাতে তাদের হীন উদ্দেশ্য বেরিয়ে পড়ছে। তারা শুধু ক্ষমতা দখলের হীন রাজনীতি করতে চাইছে। তিনি সাধারণ মানুষকে ঐক্য বজায় রেখে আজকের সমস্যা নিয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।