২৯-৩১ ডিসেম্বর ঝাড়গ্রাম শহরের আকাশ ভবনে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তিন দিন ব্যাপী ২৯তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে একটি সেমিনারে প্রথম শ্রেণি থেকেই পাশফেল চালু সহ শিক্ষানীতি পরিবর্তনের দাবি করা হয়। সম্মেলন উপলক্ষে শিক্ষকদের এক মিছিল শহর পরিক্রমা করে এবং পাঁচ মাথার মোড়ে প্রকাশ্য সমাবেশ হয়। সভায় বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয়কৃষiর দলুই, মেদিনীপুর কলেজের অধ্যাপক ফটিকচাঁদ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি, অভ্যর্থনা কমিটির সহ সভাপতি সুভাষ সিংহ, সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা, অভ্যর্থনা কমিটির সম্পাদক সমীর বেরা। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোসাব্বর হোসেন। সম্মেলনে ‘জাতীয় ও রাজ্য শিক্ষানীতি সরকার পোষিত শিক্ষা ব্যবস্থার অবলুপ্তিকে ত্বরান্বিত করছেক্স শীর্ষক সেমিনারে আলোচনা করেন নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক মঙ্গল কুমার নায়ক, অধ্যাপিকা কৃষ্ণা মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলনে শিক্ষা আন্দোলনের বিশিষ্ট মানুষ দিলীপ মাইতিকে সভাপতি এবং আনন্দ হাণ্ডাকে সাধারণ সম্পাদক করে ৯৯ জনের শক্তিশালী রাজ্য কমিটি গঠন করা হয়।