গ্রামীণ চিকিৎসকদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ট্রেনিংয়ের বন্দোবস্ত করে সার্টিফিকেট প্রদান এবং সরকারি স্বাস্থ্য পরিষেবায় স্থায়ীভাবে নিয়োগের দাবিতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিএমপিএআই) কোলাঘাট ব্লক শাখার উদ্যোগে চতুর্থ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় ৩১ ডিসেম্বর কোলাঘাটের অভিনন্দন লজে। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ব্লক সভাপতি মোজাফফর আলি খান। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন, সহকারী সম্পাদক দিলীপ মাইতি।
মূল বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল (ছবি)। এ ছাড়াও বক্তব্য রাখেন কোলাঘাট ব্লকের বি ডি ও অর্ঘ্য ঘোষ, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শঙ্কর দাস, সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা, ডাঃ বেলাল হোসেন, কার্ডিওলজিস্ট ডাঃ ভাস্কর রায়, ডাঃ এস পি হাজরা প্রমুখ। ছিলেন সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণচন্দ্র নায়ক, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ তিমির কান্তি দাস, জেলা কমিটির সভাপতি অর্জুন ঘোড়ই প্রমুখ। ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে যোগদান করেন।
মোজাফফর আলি খানকে সভাপতি, নিতাই বেরাকে সম্পাদক করে ৩৩ জনের শক্তিশালী কোলাঘাট ব্লক কমিটি গঠিত হয়।