Breaking News

ইতিহাস কংগ্রেস উপলক্ষে পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়ে বুকস্টল

পাঞ্জাবে পাতিয়ালার পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়ে ২৮-৩০ ডিসেম্বর ৮৩তম ভারতীয় ইতিহাস কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সেখানে বুকস্টলের আয়োজন করে ছাত্রসংগঠন এআইডিএসও। সারা দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ, গবেষক, শিক্ষক, ছাত্র ছাড়াও বহু সাধারণ মানুষ কংগ্রেস উপলক্ষে বুকস্টলে আসেন। তাঁরা রাজনৈতিক নানা বিষয়ের উপর বই ছাড়াও বিজ্ঞান সম্পর্কিত নানা বিশ্লেষণমূলক বই সংগ্রহ করেন। মোদি সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এআইডিএসও-র আন্দোলনকে তারিফ করে আন্দোলন তহবিলে ডোনেশনও দেন অনেকে। ইতিহাস কংগ্রেসে প্রতিনিধি হিসাবে ছিলেন এআইডিএসও-র প্রাক্তন সভাপতি ভি এন রাজশেখর এবং দিল্লি রাজ্যের এআইএমএসএস-এর সেক্রেটারি ঋতু কৌশিক। কংগ্রেসে আগত আমেরিকার বিশিষ্ট ইতিহাসবিদ রিচার্ড এটনকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ক কিছু বইপত্র উপহার দেওয়া হয়।