১৯ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার জগন্নাথপুরে বিদ্যুৎ গ্রাহক সমিতির মাইশোরা অঞ্চল কমিটির সদস্য জয়দেব বেরার বাড়িতে বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার লাগাতে এলে তিনি তার প্রতিবাদ করেন। বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার জোর করেতাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানে স্মার্ট মিটার লাগিয়ে দেন।
এরপর এই প্রতিবাদী গ্রাহককে হেনস্থা করতে স্টেশন ম্যানেজার তাঁর নামে বিদ্যুৎ চুরির মিথ্যা কেস দিয়ে পাঁশকুড়া থানায় এফআইআর করেন। শুধু তাই নয়, ৬২,৪৮২ টাকার বিল পাঠানো হচ্ছে বলে ২০ ডিসেম্বর তিনি ওই গ্রাহককে জানান। ওই ঘটনার প্রতিবাদে ২১ ডিসেম্বর বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা-র পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া বাজারে প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়।
দাবি ওঠে, স্টেশন ম্যানেজারের ওই প্রতিহিংসামূলক পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার কোনও ভাবেই জোর করেলাগানো চলবে না।
জোর করেস্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে, বেআইনিভাবে অতিরিক্ত সিকিউরিটির নামে হাজার হাজার টাকা আদায় বন্ধ, বর্ধিত মিনিমাম ও ফিক্সড চার্জ বাতিল সহ জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে ৪ ও ৫ মার্চ দিল্লিতে পার্লামেন্ট অভিযানের প্রস্তুতিতে ২১ ডিসেম্বর পাঁশকুড়ার নারান্দা পরমেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ গ্রাহকদের সভা অনুষ্ঠিত হয়।