Breaking News

দুই অভিযুক্তের জামিন ন্যায়বিচারের প্রতি জঘন্য উপহাস

এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, প্রচুর সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কলকাতার শিয়ালদহ আদালত যে ভাবে আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক-ছাত্রী ‘অভয়া’র নৃশংস হত্যা ও ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করল, তাতে গোটা দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক। এটা স্পষ্ট যে, কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশে, তাদের নির্দেশে, সিবিআই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ চার্জশিট দাখিল করেনি। এই ঘটনা ন্যায়বিচারের প্রতি জঘন্য উপহাস ছাড়া আর কিছু নয়। জামিনে মুক্ত হলেও এই দুই অভিযুক্ত জনসাধারণের চোখে ঘৃণ্য অপরাধী হিসাবেই গণ্য হবেন।

আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি আর জি কর ঘটনার ন্যায়বিচারের দাবিতে এগিয়ে এসে শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন।