কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিকবিরোধী শ্রমনীতির বিরুদ্ধে এআইইউটিইউসি-র ২২তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে ১৫ ডিসেম্বর ওড়িশার ভুবনেশ্বরে পিএমজি স্কোয়ারে প্রকাশ্য অধিবেশনে অংশ নেন ২০ হাজারের বেশি শ্রমিক। সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড কে রাধাকৃষ্ণ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড শংকর দাশগুপ্ত, কমরেডস সত্যবান, স্বপন ঘোষ, অরুণ কুমার সিং প্রমুখ। প্রধান অতিথি ছিলেন ডব্লিউএফটিইউ-এর সভাপতি কমরেড মাইকেল। প্যালেস্টাইন, নেপাল ও বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫-১৭ ডিসেম্বর প্রতিনিধি অধিবেশনে ২৬টি রাজ্য থেকে আগত ১৩০০ প্রতিনিধি অংশ নেন।