Breaking News

বিধাননগরে শিক্ষা কনভেনশন

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিধাননগর শাখার উদ্যোগে ১৫ ডিসেম্বর সল্টলেকে আইপিএইচই হলে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রভাত দত্ত। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক তরুণ নস্কর। বাসন্তী দেবী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মৈত্রেয়ী বর্ধন রায় ও অধ্যাপক প্রভাত দত্ত কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা করে বক্তব্য রাখেন। জাতীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষানীতি অবিলম্বে বাতিলের দাবি ওঠে। অধ্যাপক প্রভাত দত্তকে সভাপতি ও উমা পণ্ডাকে সম্পাদক করে কমিটি গঠিত হয়।