জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন রাজধানী দিল্লির যন্তর মন্তরে ৩০ নভেম্বর বিক্ষোভ দেখাল এআইডিএসও। সর্বভারতীয় এই বিক্ষোভ সভায় বিভিন্ন রাজ্যের ছাত্র-নেতারা তাঁদের রাজ্যে জাতীয় শিক্ষানীতির প্রয়োগের নানা কুফলের খতিয়ান তুলে ধরেন। প্রধান বক্তা এআইডিএসও সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ বলেন,
জাতীয় শিক্ষানীতি একটি ছাত্রবিরোধী, শিক্ষাবিরোধী নীতি যা এই দেশের ধনকুবের শাসকগোষ্ঠীর মুনাফা কামানোর জন্য তৈরি করা হয়েছে। সরকারি স্কুলগুলিকে হয় বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা একাধিক স্কুল সংযুক্ত করে একটি স্কুলে পরিণত করা হচ্ছে এবং সেই সাথে ব্যাপক ফি-বৃদ্ধি করা হচ্ছে।
দেশের মানুষের মধ্যে বিভাজনের উদ্দেশ্যে শিক্ষার সিলেবাসে সাম্প্রদায়িক বিষয়বস্তুকে ইচ্ছাকৃতভাবে ঢোকানো হচ্ছে এবং মানবিক গুণসম্পন্ন সাহিত্য ও বিজ্ঞানশিক্ষাকে বাদ দেওয়া হচ্ছে বা সংকুচিত করা হচ্ছে। জনশিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব বাঁচাতে দেশের ৭৮৭টি জেলায় প্রতিরোধ গড়ে তুলতে তিনি ছাত্রদের আহ্বান জানান। সভাপতিত্ব করেন এআইডিএসও সর্বভারতীয় সভাপতি কমরেড সৌরভ ঘোষ।