কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এ আই ইউ টি ইউ সি-র বারুইপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ২৪ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণায় জয়নগরের রূপ ও অরূপ মঞ্চে।
মৎস্যজীবী, পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিক, অটো ও জিও চালক, রিক্সা-ভ্যানচালক, স্বর্ণ ও রৌপ্য শিল্প শ্রমিক, সিএইচজি, জরি শ্রমিক, আশা, আইসিডিএস, মিড-ডে মিল কর্মী, সরকারি কর্মচারী, বিদ্যুৎ ও ব্যাঙ্ককর্মী সহ প্রায় ৫০০ জন শ্রমিক ছিলেন এই সম্মেলনে। কমরেড গৌরহরি মিস্ত্রিকে সভাপতি ও কমরেড জয়কৃষ্ণ হালদারকে সম্পাদক করে ৩৩ জনের শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।