বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলপ্রকল্পে পুষ্টিকর খাবার দেওয়ার কথা। কিন্তু খাবারের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন তা কেন্দ্র ও রাজ্য সরকার করেনি। উপযুক্ত পরিমাণে বরাদ্দ বাড়ানোর দাবিতে এআইইউটিইউসি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েছে। ২৮ নভেম্বর সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী পুষ্টিকর খাবারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং বছরে ১২ মাসই বেতনের ব্যবস্থা করতে হবে।