Breaking News

মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ নামমাত্র বাড়ানোর প্রতিবাদ

মিড ডে মিল প্রকল্পে নামমাত্র বরাদ্দ বৃদ্ধির প্রতিবাদে ২৯ নভেম্বর কলকাতায় এসপ্ল্যানেড মোড়ে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে শতাধিক কর্মী কেন্দ্রীয় সরকারের কালা নির্দেশিকা পোড়ান। সংগঠনের রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি বাজারদর অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি না করে, তা হলে আন্দোলন তীব্র হবে।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলপ্রকল্পে পুষ্টিকর খাবার দেওয়ার কথা। কিন্তু খাবারের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন তা কেন্দ্র ও রাজ্য সরকার করেনি। উপযুক্ত পরিমাণে বরাদ্দ বাড়ানোর দাবিতে এআইইউটিইউসি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েছে। ২৮ নভেম্বর সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী পুষ্টিকর খাবারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং বছরে ১২ মাসই বেতনের ব্যবস্থা করতে হবে।