রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে চরম দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় ১৪ নভেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। জেলায় জেলায় ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টের পরিবর্তে অজানা অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। বিষয়টি নিছকই টেকনিক্যাল সমস্যা হতে পারে না। এর পিছনে কোনও দুর্নীতি চক্র সক্রিয় রয়েছে বলেই জানা যাচ্ছে। বাস্তবে সরকারের মদত না থাকলে জেলায় জেলায় দুর্নীতি চক্র এই ধরনের অপরাধ সংগঠিত করতে পারে না। এ আই ডি এস ও এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিশ্বজিৎ রায় বলেন, ট্যাবের জন্য টাকা দেওয়ার এই প্রকল্পের নাম ‘তরুণের স্বপ্ন’।
যদিও রাজ্যের তরুণ ছাত্রছাত্রীদের উপযুক্ত পরিকাঠামো যুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার যে স্বপ্ন, তা নিয়ে রাজ্য সরকার ভাবিত নয়। রাজ্যের প্রায় সমস্ত সরকারি স্কুলই বর্তমানে পরিকাঠামোহীন। শিক্ষকহীন স্কুল ছাত্র না থাকার অজুহাতে বন্ধ করে দিচ্ছে সরকার। যার মধ্য দিয়ে ধীরে ধীরে সমস্ত সরকারি প্রতিষ্ঠানই বন্ধ হওয়ার পথে। বন্ধ হওয়ার পথে বহু সাধারণ পরিবারের সন্তানদের শিক্ষিত হওয়ার স্বপ্নও। তাই বাংলার ছাত্র সমাজের কাছে এআইডিএসও-র আহ্বান– ‘শিক্ষা কোনও পণ্য নয়, শিক্ষা আমার অধিকার’ এই দাবিতে সোচ্চার হোন। কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি শিক্ষা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষাক্ষেত্রের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।