ন্যায়বিচারের দাবিতে এ বার কলকাতায় সাইকেল মিছিল

অভয়ার ন্যায়বিচারের দাবিতে ‘কলকাতা সাইকেল আরোহী কমিটির পক্ষ থেকে ১৬ নভেম্বর রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মশাল সহযোগে সাইকেল চালকদের মিছিল হয়। মিছিলের শুরুতে একটি সভা হয়। সভায় বক্তব্য রাখেন কলকাতা সাইকেল আরোহী কমিটির সভাপতি দুঃখশ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন কলকাতা সাইকেল আরোহী কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক প্রশান্ত পুরকাইত। সাইকেল মিছিল থেকে দৃপ্ত স্লোগান ওঠে ‘অভয়ার বিচার চাই’।

রবীন্দ্র সদন এক্সাইড মোড়ে সাইকেল মিছিল এসে পৌঁছলে, সেখানে ডাঃ তুহিন বর্মন আর জি কর আন্দোলন সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক রঘু ভট্টাচার্য সহ অন্যান্যরা। কলকাতার রাস্তায় সাইকেল নিষিদ্ধ করার প্রতিবাদে কলকাতা সাইকেল আরোহী কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। যাঁরা সাইকেলের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, এ রকম বহু মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত।