‘উলগুলান’-এর নেতা এবং জল-জঙ্গল জমির অধিকার রক্ষা আন্দোলনের পথিকৃৎ শহিদ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মদিবস ১৫ নভেম্বর আগরতলার ক্ষুদিরাম মূর্তির সামনে পালিত হয় অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে। এই কমিটি আদিবাসী ও অরণ্যবাসীদের জমি এবং জঙ্গলের অধিকার সুরক্ষিত করার জন্য গণআন্দোলন গড়ে তুলছে। কেন্দ্রীয় সরকার দেশের কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে এই অধিকার আইন করে কেড়ে নিচ্ছে। বন সংরক্ষণ (সংশোধনী) আইন-২০২৩ এর প্রকৃষ্ট উদাহরণ। এ দিনের অনুষ্ঠানে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য ইউনিটের আহ্বায়ক মলিন দেববর্মা।