মধ্যপ্রদেশে এআইইউটিইউসি-র সম্মেলন

মধ্যপ্রদেশে এআইইউটিইউসি-র গুনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ২৩ অক্টোবর়। শাস্ত্রী পার্ক থেকে শ্রমিকদের মিছিল শুরু হয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়।

মিছিলে স্লোগান ওঠে– চার শ্রমকোড বাতিল করো, শ্রম-আইনগুলির উপর কুঠারাঘাত করা চলবে না, সরকারি ক্ষেত্রগুলির বেসরকারিকরণ করা চলবে না, আউটসোর্সিং বন্ধ করো ইত্যাদি। বিদ্যুৎ মণ্ডলের গেটে প্রকাশ্য সমাবেশে উপস্থিত শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা নরেন্দ্র ভদোদিয়া।

এরপর স্থানীয় প্রেম শ্রী পরিসরে প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক নেতা সমর সিনহা। এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি রামাবতার শর্মা, মনীশ শ্রীবাস্তব, প্রদীপ আর বি প্রমুখ। অটো ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী পেনশনার্স সহ অন্যান্য ক্ষেত্র থেকেও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে নরেন্দ্র ভদোদিয়াকে সভাপতি, লোকেশ শর্মাকে সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠিত হয়।